Travel Permit

 

Who Can Apply for Travel Permit? 

Travel permit (TP) is issued only if any Bangladeshi citizen loses passport and doesn’t have adequate time to renew abroad. Besides, Bangladeshi migrant workers with invalid passport/work permit/residence permit can apply for Travel Permit. The validity of travel permit is 3 months only.  

Requirements:

a. Duly filled-in application form;
b. Color photographs 2-copies with white background taken recently;

c. Three specimen signatures on a white paper / thump finger print on a white paper
d. Photocopy of the recent passport;

e. Bank deposit slip / print out of Juice slip of the fee

Fee: 1300 MUR

Bank Account Details: 

Mauritius Commercial Bank (MCB)

Account name: Bangladesh High Commission

Account number: 000441632904

Mode of payment: Fees may be deposited to the bank account in cash at any MCB branch. In case of payment through JUICE app, applicant must mention his/her name with the latest passport number in the description box; and a print out copy of the same must be submitted with the application.


ট্রাভেল পারমিটের জন্য কারা আবেদন করতে পারবেন? 

ট্রাভেল পারমিট (TP) শুধুমাত্র তখনই প্রদান করা হয় যখন কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলেন এবং দেশে ফিরে যাওয়ার পূর্বে পাসপোর্ট নবায়ন করার পর্যাপ্ত সময় পান না। এছাড়াও,  বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা পাসপোর্ট/ওয়ার্ক পারমিট/আবাসিক পারমিট-এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে যদি প্রবাসে অনিয়মিত হয়ে পরেন তাহলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারেন। ট্রাভেল পারমিটের মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ 

ক. যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র;

খ. সম্প্রতি তোলা সাদা ব্যাকগ্রাউন্ড সহ রঙিন ছবি 2-কপি;

গ. সাদা কাগজে ৩টি নমুনা স্বাক্ষর / বৃদ্ধাঙ্গুলির ছাপ;

ঘ. পাসপোর্টের ফটোকপি;

ঙ. ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ/ফির জুস স্লিপের প্রিন্ট আউট

ফি: 1300 MUR

ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী:

Bank Account Details:

Mauritius Commercial Bank (MCB)

Account name: Bangladesh High Commission

Account number: 000441632904

ফি প্রদানের পদ্ধতি: ফি যে কোনো MCB শাখায় নগদে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। JUICE অ্যাপের মাধ্যমে অর্থপ্রদানের ক্ষেত্রে, আবেদনকারীকে বর্ণনার বাক্সে সর্বশেষ পাসপোর্ট নম্বর সহ তার নাম উল্লেখ করতে হবে; এবং এর একটি প্রিন্ট আউট কপি আবেদনের সাথে জমা দিতে হবে।